Category Archives: কবর

একজন কামাল শিকদার ভাই ও কিছু কথা

একজন কামাল শিকদার ভাই ও কিছু কথা

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন –

وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللهِ أمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لا تَشْعُرُونَ

“যারা আল্লাহ পাক উনার রাস্তায় নিহত হন তাদের তোমরা মৃত বল না। বরং তারা জীবিত। তবে তা তোমরা উপলব্ধি করতে পারো না।” [পবিত্র সূরা বাকারা, পবিত্র আয়াত শরীফ ১৫৪]

খাগড়াছড়ির হাতিমুড়ায় সাম্প্রতিক কালে ঘটে যাওয়া একটি বিস্ময়কর ঘটনা রহস্যজনক কারণে গণমাধ্যম এড়িয়ে গেলেও বিষয়টি বিস্তর আলোচনার ও ব্যাপক প্রচার প্রসারের প্রয়োজনীয়তা রয়েছে। সেই উপলদ্ধি থেকেই লেখার অবতারণা।

ঘটনাটি অনেকের দৃষ্টি গোচর হয়েছে। মুহম্মদ কামাল শিকদার নামক একজন ব্যাক্তি যিনি ইন্তেকাল করেছেন ছয় বছর আগে। সম্প্রতি অতি বৃষ্টির কারণে উনার কবরের মাটি সরে যায়। গ্রামবাসী উনার কাফনের কাপড়টি নতুনের মত ধবধবে সাদা দেখতে পান, এবং মুখের উপর থেকে কাপড় সরে যাওয়ায় উনার অক্ষত চেহারাও দেখতে পান।

এরপর মরহুমের নিকট আত্মীয় স্বজন ও গ্রামবাসীরা ফেসবুকে কবরের ছবি ও কিছু তথ্য প্রচার করলেন।

গ্রামবাসীদের প্রচারিত ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায়, গ্রামবাসীরা মরহুম কামাল শিকদার সাহেব উনার লাশ ৬ বছর পরেও অক্ষত দেখতে পেয়েছেন, দাঁতগুলো মেসওয়াক করার পর যেমন চকচক করে এরূপ দেখাচ্ছিল, মাথার চুল ও চেহারা তেল তেলে দেখাচ্ছিল।

বিস্তারিত: একজন কামাল শিকদার ভাই ও কিছু কথা

বিষয়টি জানার পর আমার স্মরণে আসলো সেই আয়াত শরীফ, যা উপরে উল্লেখ করেছি। যারা সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টি নিয়ে ইন্তেকাল করেন এবং আল্লাহ যাদেরকে অলী হিসেবে কবুল করেন উনারা মৃত নন, বরং জীবিত এবং কবরে উনারা রিযিক পান। এই বিষয়গুলো মহান আল্লাহ পবিত্র কুরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ।

মরহুম কামাল শিকদার সাহেব উনার সম্পর্কে জানা কিছু তথ্য শেয়ার করছি।

মরহুম কামাল শিকদার সাহেব খুব সাধারণ বা বলা যায় অতি সাধারণ মানুষ ছিলেন। আর্থিক অবস্থাও ছিল খুব সাধারণ। দৃশ্যত কোনো বুজুর্গ বা আলেম বা মাদ্রাসায় পড়ুয়া ছিলেন না। তবে তিনি জীবদ্দশায় ঢাকা রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত শায়খ আলাইহিস সালাম উনার মুরিদ ছিলেন। শায়খ আলাইহিস সালাম তিনি যা আদেশ করতেন তা বিনা চু চেরায় মেনে, আদেশ পালন করতেন। কখনো নাফরমানী করেন নি। রাজারবাগ শরীফ উনার অনেক বিরোধী মহল, মুনাফেক ও শত্রু আছে, যারা টাকা পয়সা দিয়ে, নির্যাতনের ভয় দেখিয়ে মানুষকে দিয়ে মিথ্যা সাক্ষী, মিথ্যা রিপোর্ট তৈরি করে থাকে। এমন শত্রুদের দ্বারা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন মরহুম কামাল শিকদার সাহেব।

উনার ইন্তেকালের পর স্বয়ং রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত শায়খ আলাইহিস সালাম তিনি জানাজার নামাজ পড়িয়েছেন। তিনি উনার জন্য অনেক দুয়া করেছেন এবং উনার কপালে আঙ্গুল দ্বারা কিছু লিখে দিয়েছেন। সেদিন বা তার দুইএকদিন পর রাত্রির ঘটনা –

শায়খ আলাইহিস সালাম তিনি প্রতিদিনের মত বাদ এশা তালিম দিচ্ছিলেন। আলোচনায় প্রসঙ্গক্রমে তিনি মরহুম কামাল শিকদার সাহেব সম্পর্কে কয়েকটি সুসংবাদ দিলেন। সেই মুবারক সোহবতে আমি উপস্থিত ছিলাম। শায়খ আলাইহিস সালাম তিনি বললেন, মহান আল্লাহ পাক কামাল শিকদারকে ওলী আল্লাহ হিসেবে কবুল করেছেন। বড় বড় ওলী আওলিয়া উনাদের কাতারে শামিল করেছেন। তার নাম নেয়ার সময় রহমতুল্লাহ আলাইহি বলতে হবে। আর মহান আল্লাহ পাক কামাল শিকদারের কবরকে হযরত ফিরিশতা আলাইহিমুস সালাম উনাদের জিয়ারতগার বানাইছেন। সুবহানাল্লাহ।

কথাগুলো যে সর্বইব সত্য সেটা আবারও প্রমাণিত হলো ছয় বছর পর। মহান আল্লাহ পাক উনার পবিত্র কালাম – “সাবধান, আমার ওলী উনাদের তোমরা মৃত বলনা, বরং উনারা জীবিত।”

সবশেষে আমি স্থানীয় এলাকাবাসীদের অনুরোধ করবো, মরহুম কামাল শিকদার রহমাতুল্লাহি আলাইহি উনার কবরটি সংস্কার করে পাকা করুন। অন্তরে এই বিশ্বাস রাখুন, মহান আল্লাহ পাক যাদের ওলী হিসেবে কবুল করেছেন উনাদের উসিলায় রহমত বর্ষণ করেন। সুতরাং কবরের তাজিমার্থে ও জিয়ারতের জন্য কবরটি সংস্কার করুন। সম্ভব হলে স্থানীয় সরকার প্রশাসনের কাছে আবেদন করুন যেনো এই জায়গাটি সংরক্ষিত এলাকা হিসেবে শ্রেণীভুক্ত করা হয়।

#90DaysMahfil

Visit:- Sm40.Com

আমি কামাল শিকদার ভাই উনাকে অনেকবার দেখেছি