আওলাদে রসূল হযরত ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস অত্যন্ত মুহব্বতের সাথে পালন করতে হবে

ইমামুস সাদিস মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন ৯৬ হিজরী সনের পবিত্র ১৭ই রবীউল আউওয়াল শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ (সোমবার)। সুবহানাল্লাহ! অপরদিকে তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন ১৪৮ হিজরী সনের পবিত্র ১৪ই রজবুল হারাম শরীফ, ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ (সোমবার)। সুবহানাল্লাহ!
উনার এই পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ এবং পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের দিবস দু’টিই খুবই সম্মানিত এবং ফযীলতপূর্ণ। কেননা, তিনি পিতা উনার দিক থেকে সাইয়্যিদুনা হযরত ইমাম জাফর ছাদিক্ব ইবনে ইমাম বাকির ইবনে আলী আওসাত যাইনুল আবিদীন ইবনে সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন ইবনে ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ!
উনার নসবনামা হিসেবে তিনি হচ্ছেন সাইয়্যিদাতু নিসায়িল আলামীন সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার বংশধর তথা আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ!
অতএব, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুহব্বত, মা’রিফাত, তায়াল্লুক, নিসবত পেতে হলে হযরত ইমামুস সাদিস মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিছালী শান মুবারক উনার দিবস ১৪ই রজবুল হারাম শরীফ মুহব্বতের সাথে পালন করতে হবে।
মহান মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি আমাদের সবাইকে মুহব্বতের সাথে মুবারক দিবসটি পালন করার তাওফীক দান করুন। আমীন!

http://al-ihsan.net/FullText.aspx?subid=2&textid=13541

এখানে আপনার মন্তব্য রেখে যান